
শর্মাচ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল বাংলাদেশ দলের মুখোমুখি হবে ভারত। দুবাইয়ের উইকেটে এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই যেন বাড়তি উন্মাদনা।
আজ (বুধবার) সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক রোহিত শর্মা তাঁর দলের সম্ভাব্য একাদশ নিয়ে কিছুটা ধারণা দিয়েছেন। স্পিনার ও অলরাউন্ডারদের ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি।রোহিত বলেন, ‘যখন বিপক্ষ দল তিনজন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে মাঠে নামে, তখন তো কোনো প্রশ্ন ওঠে না। তখন তো কেউ বলে না যে ওরা ৬ পেসার নিয়ে খেলতে নেমেছে।
আমাদের দলে ২ স্পিনার এবং ৩ অলরাউন্ডার রয়েছে। আমি ব্যাপারটা একেবারেই ৫ স্পিনার হিসেবে দেখছি না।’তিনি আরও যোগ করেন, ‘এই তিনজন অলরাউন্ডার ব্যাট এবং বল দুটোই করতে পারেন। বাকি দলগুলো তো পেস বোলিং অলরাউন্ডার নিয়ে মাঠে নামছে। তখন তো আপনারা কেউ প্রশ্ন করেন না যে কেন ৬ পেসার নিয়ে মাঠে নেমেছেন?’চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নির্বাচন প্রসঙ্গে রোহিত বলেন, ‘নির্বাচকদের একটাই পরিকল্পনা ছিল—যে ক্রিকেটাররা ব্যাট এবং বল দুটোই করতে পারে, একমাত্র তাদেরই এই স্কোয়াডে সুযোগ দেওয়া হবে।
শুধুমাত্র ব্যাট কিংবা বল করতে পারলে, কাজ হবে না।’রোহিতের বক্তব্য থেকে ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলের দলে থাকার ইঙ্গিত পাওয়া গেছে। এ ছাড়া রবীন্দ্র জাদেজা ও কুলদিপ যাদবের স্কোয়াডে থাকা প্রায় নিশ্চিত।দর্শকদের অপেক্ষা এখন কালকের ম্যাচের দিকে। বাংলাদেশ-ভারত লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, সেটিই দেখার বিষয়।
..