
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে যে কোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরি করতে চাই। এ লক্ষ্যে আমরা সবরকম প্রচেষ্টা চালিয়ে যাব।’
সোমবার সৌদিআরবের মক্কার মিসফালাহস্থ আল হিব্বা হোটেলে আয়োজিত সাহরি মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস মুকাররমা শাখা।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে হলে ৪৭, ৭১ এবং ২৪ এর চেতনাকে সমুন্নত করতে হবে। এ চেতনাই হচ্ছে আগামী বাংলাদেশের রাজনৈতিক নতুন বন্দোবস্ত। স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমাদের সামনে সুযোগ এসেছে, আগামীর বাংলাদেশকে নতুন করে গঠন করার।’
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে তিনি বলেন, ‘দেশের ছাত্র-জনতার অভূতপূর্ব ত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।
তাদের এগিয়ে দিতে হবে। প্রবীণ রাজনীতিবিদদের তাদের তত্ত্বাবধান করতে হবে। তবে তরুণদেরকেও স্মরণ রাখতে হবে, কোনোভাবে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা যাবে না। দলগত বিভেদ মতপার্থক্য থাকতে পারে, তা কখনো যেনো পতিত স্বৈরাচারের পুনর্বাসনের পথ তৈরি না করে।
এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’