
সবসময় স্পষ্টবাদী স্বভাবের জন্য পরিচিত টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। অভিনয়ের পাশাপাশি তিনি একজন নিবেদিতপ্রাণ পশুপ্রেমীও। প্রাণীদের প্রতি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার। সম্প্রতি পশুপ্রেম ও পশুদের কল্যাণে কাজ করার স্বীকৃতি হিসেবে তাকে সম্মানিত করা হয়েছে।
এই সম্মাননা পাওয়ার পরদিনই নিজের ফেসবুক পোস্টে সমাজের এক কঠিন বাস্তবতা তুলে ধরেন স্বস্তিকা। এক ব্যক্তি তার পোস্টে লেখেন, রাস্তায় কিছু কুকুর দেখে তিনি ভয় পান, মনে হয় কুকুরগুলো তাকে আক্রমণ করতে পারে।
এই মন্তব্যের বিরোধিতা করে স্বস্তিকা বুঝিয়ে দেন, পশুর চেয়ে মানুষ যে অনেক বেশি হিংস্র হতে পারে, তা অস্বীকার করার সুযোগ নেই। তিনি লেখেন, “কিছু কিছু মানুষ ভয়ঙ্কর আক্রমণাত্মক হয়েই আছে। রেপ করছে, খুন করছে। আমাদের মেয়েদের ভয় লেগেই আছে—বাসে, ট্রামে, অফিসে, বন্দরে, বাড়িতে, স্কুলে, কলেজে। আপনারা কী করছেন, সেটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন, প্লিজ!”
তার এই মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই তার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন এবং সমাজে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।