
চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী। শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের এ ঘটনায় স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই কলেজছাত্রী তার বন্ধু রাকিবের সঙ্গে গুলিয়াখালী সি-বিচ এলাকায় ঘুরতে যান। বেড়িবাঁধ পার হয়ে পশ্চিম দিকে উপকূলীয় বনের ভেতর দিয়ে সাগরপাড়ে যাওয়ার সময় চার যুবক তাদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা রাকিবকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং তরুণীকে জোরপূর্বক উপকূলীয় বনের বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “আমরা দুইজন ঘুরতে এসেছিলাম গুলিয়াখালী সৈকতে। হঠাৎ চারজন যুবক আমাদের আটক করে, রাকিবকে মারধর করে এবং গাছের সঙ্গে বেঁধে ফেলে। এরপর তারা আমাকে জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। আমি অনেক অনুরোধ করেও নিজেকে রক্ষা করতে পারিনি।”
স্থানীয়রা খবর পেয়ে ওই তরুণীকে উদ্ধার করে এবং পুলিশকে অবহিত করে। বিকেল ৩টার দিকে সীতাকুণ্ড মডেল থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।