ইউক্রেনের বিশাল হামলা রাশিয়ার বিমানঘাঁটিতে আগুন

রাশিয়ার একটি কৌশলগত বিমানঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার (২০ মার্চ) এই হামলার পর বিমানঘাঁটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। যুদ্ধের সম্মুখভাগ থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানঘাঁটিতে হামলার ঘটনা রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বিশাল বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ছে এবং আশপাশের কটেজগুলো ধ্বংস হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের ১৩২টি ড্রোন ধ্বংস করেছে।

এই বিমানঘাঁটিটি রাশিয়ার সারাতোভ অঞ্চলের এঙ্গেলসে অবস্থিত, যেখানে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন টিইউ-১৬০ ভারী বোমারু বিমান রাখা হয়। সারাতোভের গভর্নর রোমান বুসারগিন নিশ্চিত করেছেন, বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা হয়েছে এবং এতে আগুন ধরে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার ফলে বিমানঘাঁটিতে থাকা গোলাবারুদের গুদামে বিস্ফোরণ ঘটে। ইউক্রেনের দাবি, এই বিমানঘাঁটি ব্যবহার করেই মস্কো তাদের দেশে হামলা চালিয়েছে।

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে এই এঙ্গেলস বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল ইউক্রেন। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে একটি তেল ডিপোতে হামলা চালায় তারা, যা ওই বিমানঘাঁটিতে জ্বালানি সরবরাহ করত। হামলার পর সেই ডিপোতে ভয়াবহ আগুন লাগে, যা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচদিন সময় লাগে।

ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, তাদের ড্রোন হামলায় বিমানঘাঁটির একটি গুদামে বিস্ফোরণ ঘটেছে, যেখানে গাইডেড বোমা ও মিসাইল সংরক্ষণ করা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *