অবৈধ অনুপ্রবেশ: দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর অনুরোধে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়।

বুধবার (৫ মার্চ) কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের আওতাধীন দৌলতপুর উপজেলার চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুই ভারতীয় নাগরিক প্রবেশ করলে বিজিবি তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন ভারতের মুর্শিদাবাদ জেলার জলাঙ্গী থানার বিশ্বাসপাড়া গ্রামের মৃত ইমাম বক্সের ছেলে আবু সাঈদ (৫৫) ও একই এলাকার মৃত শরৎ হালদারের ছেলে কানু হালদার (৫৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ভুলবশত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হয় এবং বিএসএফের অনুরোধের প্রেক্ষিতে মানবিক বিবেচনায় সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়।

সীমান্তে সতর্কতা জোরদার

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনুপ্রবেশ রোধ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *