চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ রাজধানীতে গ্রেপ্তার

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৫ মার্চ) তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি properbd.com-কে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জাহাংগীর।

চট্টগ্রামে ‘বুড়ির নাতি’ নামে পরিচিত সাজ্জাদ দীর্ঘদিন ধরে নানা অপরাধে জড়িত ছিলেন। সম্প্রতি পুলিশের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দেওয়ায় তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

গত ২৮ জানুয়ারি ফেসবুক লাইভে এসে চট্টগ্রাম নগর পুলিশের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে লাঞ্ছিত করার হুমকি দেন সাজ্জাদ। তিনি বলেন, “ওসি আরিফ দেশের যেখানেই থাকুক, তাকে অক্সিজেনে ধরে এনে ল্যাংটা করে পেটাবো। প্রয়োজনে মরে যাব, কিন্তু হার মানব না।”

সাজ্জাদের এমন হুমকির পরিপ্রেক্ষিতে গত ৩০ জানুয়ারি পুলিশ তাকে ধরতে তথ্য প্রদানকারীদের জন্য নগদ পুরস্কার ঘোষণা করে। পাশাপাশি, ওসি আরিফ নিজেও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

দীর্ঘ নজরদারির পর অবশেষে রাজধানী থেকে গ্রেপ্তার হলেন ছোট সাজ্জাদ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে দ্রুত আদালতে তোলা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র মতে, সাজ্জাদ শুধু একজন অপরাধীই নন, বরং তিনি চট্টগ্রামের অপরাধ জগতের অন্যতম সক্রিয় সদস্য। তার গ্রেপ্তারের মাধ্যমে নগরীর অপরাধ প্রবণতা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

আপডেট তথ্য পেতে সঙ্গে থাকুন properbd.com-এর সঙ্গে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *