ইউনেস্কোর মহাপরিচালক পদপ্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাতিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২০ এপ্রিল: ইউনেস্কোর ২০২৫-২০২৯ মেয়াদের মহাপরিচালক পদের মেক্সিকান প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাতিনা আজ রোববার রাজধানীর স্টেট গেস্ট হাউস যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে মেক্সিকোর বাংলাদেশে অনাবাসী রাষ্ট্রদূত ফেদেরিকো সালাস উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে গ্যাব্রিয়েলা পাতিনা বাংলাদেশে শিক্ষা, সংস্কৃতি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অগ্রগতির প্রশংসা করে বলেন, “বাংলাদেশ প্রমাণ করেছে যে সহনশীলতা, নীতিনিষ্ঠ অঙ্গীকার এবং সমতা-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি কীভাবে অর্থবহ পরিবর্তন আনতে পারে। ইউনেস্কো এই দেশকে কেবল একজন সদস্য হিসেবেই নয়, বরং প্রতিশ্রুতিশীল অংশীদার হিসেবে দেখে।”

তিনি বর্তমান সংকটকালে অধ্যাপক ইউনুসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, “আপনার নিয়োগ শুধু বাংলাদেশের জন্য নয়, বরং ন্যায়নিষ্ঠ ও স্বচ্ছ শাসনব্যবস্থায় বিশ্বাসীদের জন্যও এক আশার প্রতীক।”

প্রধান উপদেষ্টা গ্যাব্রিয়েলা পাতিনার সফর ও প্রার্থিতাকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা এক কঠিন কিন্তু অত্যাবশ্যক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। পরিস্থিতি জটিল হলেও জনগণের আস্থা পুনঃস্থাপন এবং কার্যকর প্রতিষ্ঠান গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও জানান, সম্প্রতি অনুষ্ঠিত বিডা ইনভেস্টমেন্ট সামিট বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড়ফেরত মুহূর্ত হিসেবে কাজ করেছে। “এটি শুধুমাত্র একটি সম্মেলন ছিল না, বরং এটি ছিল একটি বার্তা—বাংলাদেশ এখন উন্মুক্ত, সংস্কারমুখী এবং দায়িত্বশীল প্রবৃদ্ধিতে আন্তরিক।”

সাক্ষাতে উভয়পক্ষ বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য ও জলবায়ু সহনশীলতায় পারস্পরিক সহযোগিতা জোরদারের সুযোগগুলো নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *