
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গুলিবর্ষণের ঘটনায় রাসেল আহম্মেদ (৩৩) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার বিকেলে হারুন-অর-রশিদ নামের এক ব্যক্তির ছোড়া গুলিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার বাসিন্দা হারুন-অর-রশিদ রূপগঞ্জ ইউনিয়নের বাগেরআগা গ্রামে পরিবারসহ বসবাস করছেন। সম্প্রতি তিনি টেকনোয়াদ্দা এলাকার টিনের মসজিদ সংলগ্ন কিছু জমি আক্কাস আলী গংদের কাছ থেকে ক্রয় করেন। একই দাগের জমি ক্রয় করেন স্থানীয় যুবদল নেতা শামীম আহম্মেদও।
এদিকে পূর্বাচল উপ-শহরের আওতাধীন মৌজার জমির রেকর্ডিয় জরিপ চলমান থাকায় টেকনোয়াদ্দা এলাকায় জমির দাম বৃদ্ধি পেয়েছে। বুধবার জরিপ কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতির খবর পেয়ে হারুন-অর-রশিদ ও শামীম আহম্মেদ ঘটনাস্থলে আসেন।
জমি সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। হারুন-অর-রশিদের সমর্থকরা রামদা, পিস্তল ও এসএস পাইপ নিয়ে শামীম আহম্মেদের লোকজনের ওপর হামলা চালায়।
এ সময় মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই পক্ষের উত্তেজনা চরমে পৌঁছায়। হারুন-অর-রশিদ তার প্রাইভেটকারে থাকা আগ্নেয়াস্ত্র বের করে শামীম আহম্মেদকে লক্ষ্য করে গুলি চালান। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শামীমের সহযোগী রাসেল আহম্মেদের ডান পায়ে বিদ্ধ হয়।
গুলির শব্দে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করে। পরে হারুন-অর-রশিদ প্রাইভেটকারে পালিয়ে যান। আহত রাসেল আহম্মেদকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
যুবদল নেতা শামীম আহম্মেদ বাদী হয়ে হারুন-অর-রশিদসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।