
কোঠালিতে শিবরাত্রির মেলায় ভারতের যুব ও ক্রীড়ামন্ত্রী রক্ষা খাড়কের মেয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন।
এ ঘটনায় তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। বিজেপি নেত্রী রক্ষা খাড়কে আজ থানায় গিয়ে বলেন, “শিবরাত্রির মেলায় আমার মেয়ে গিয়েছিল। সেখানে কিছু ছেলে তাকে হেনস্তা করে। আমি এখানে বিচার চাইতে এসেছি একজন মা হিসেবে, কোনো মন্ত্রী হিসেবে নয়।
”মুক্তিনগর পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট কুশান্ত পিংডে জানান, অভিযুক্তরা শুধু মন্ত্রীর মেয়েকেই নয়, আরও কয়েকজন মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে।
তাদের বডিগার্ডরা বাধা দিলে সংঘর্ষ বাধে। এ ঘটনায় সাতজনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী দল কংগ্রেস রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা শুরু করেছে।