
ইতালিয়ান প্রবাসী তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে পদক্ষেপ নিতে যাচ্ছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামীকাল তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এই বিষয়ে বৈঠক করবেন।
মাত্র ১৮ বছর বয়সী ফাহমিদুল ইতালির চতুর্থ স্তরের লিগে খেলেন। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাকে সম্ভাবনাময় প্রতিভা হিসেবে দেখে জাতীয় দলে ডেকেছিলেন। সৌদি আরবে এক সপ্তাহ দলের সঙ্গে অনুশীলন ও একটি ম্যাচ খেলার পরও তাকে চূড়ান্ত দলে না রাখার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে ফুটবল অঙ্গনে।
সমর্থকরা বাফুফে ভবন ও টিম হোটেলের সামনে বিক্ষোভ করেছেন, ফাহমিদুলকে ফেরানোর পাশাপাশি জাতীয় দলে সিন্ডিকেট ভাঙার দাবিও তুলেছেন। কোচ হ্যাভিয়েরের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা চলছে। এই পরিস্থিতিতে ক্রীড়া উপদেষ্টার উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।